॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার দপ্তরের আয়োজনে গত ১৬ই এপ্রিল দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে টিউবওয়েল বিতরণ করা হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআর ডিপি-৩) এর আওতায় সুফলভোগী ১৪জন সদস্যের মাঝে এই টিউবওয়েল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এই টিউবওয়েল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সময় সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ স্মৃতি, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী এবং সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিবসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।