॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ভুল চিকিৎসায় বাছুরের মৃত্যুসহ খামারের আরো কয়েকটি গরুর অসুস্থ্য হয়ে পড়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ অফিসের কম্পাউন্ডার আবু হেনার বিরুদ্ধে গত ১৬ই এপ্রিল বিকালে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মাসুদ মোল্লার অভিযোগে উল্লেখ করা করা হয়েছে, তার খামারে ১১টি উন্নত জাতের গরু রয়েছে। তার মধ্যে একটি গাভী কয়েকদিন পূর্বে বাছুর প্রসব করার পর গাভী ও বাছুরটি অসুস্থ্য হয়ে পড়ে। এর পাশাপাশি খামারের আরো ৬/৭টি গরু অসুস্থ্য হয়ে পড়লে প্রাণি সম্পদ অফিসের কম্পাউন্ডার আবু হেনার কাছে গেলে সে বলে কোন সমস্যা নেই-এই ওষুধগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে। তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে থাকলে বাছুরটি মারা যায় এবং ১৫/১৬ কেজি করে দুধ দেওয়া আরো ৪টি গাভী গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। কম্পাউন্ডার আবু হেনা গরুর ক্যালসিয়ামের ঘাটতির রয়েছে জানিয়ে যে ওষুধগুলো দেয় তা সঠিক হয়নি। তার ভুল চিকিৎসার জন্য প্রায় ২০/২৫ লক্ষ টাকার ক্ষতি হতে যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।