শনিবার, ০৩ মে ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দিতে ভুল চিকিৎসায় বাছুরের মৃত্যু॥৪টি গাভী অসুস্থ্য

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ভুল চিকিৎসায় বাছুরের মৃত্যুসহ খামারের আরো কয়েকটি গরুর অসুস্থ্য হয়ে পড়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ অফিসের কম্পাউন্ডার আবু হেনার বিরুদ্ধে গত ১৬ই এপ্রিল বিকালে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মাসুদ মোল্লার অভিযোগে উল্লেখ করা করা হয়েছে, তার খামারে ১১টি উন্নত জাতের গরু রয়েছে। তার মধ্যে একটি গাভী কয়েকদিন পূর্বে বাছুর প্রসব করার পর গাভী ও বাছুরটি অসুস্থ্য হয়ে পড়ে। এর পাশাপাশি খামারের আরো ৬/৭টি গরু অসুস্থ্য হয়ে পড়লে প্রাণি সম্পদ অফিসের কম্পাউন্ডার আবু হেনার কাছে গেলে সে বলে কোন সমস্যা নেই-এই ওষুধগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে। তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে থাকলে বাছুরটি মারা যায় এবং ১৫/১৬ কেজি করে দুধ দেওয়া আরো ৪টি গাভী গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। কম্পাউন্ডার আবু হেনা গরুর ক্যালসিয়ামের ঘাটতির রয়েছে জানিয়ে যে ওষুধগুলো দেয় তা সঠিক হয়নি। তার ভুল চিকিৎসার জন্য প্রায় ২০/২৫ লক্ষ টাকার ক্ষতি হতে যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!