॥মনির হোসেন॥ জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’-শ্লোগানকে সামনে রেখে গতকাল ১৭ই এপ্রিল সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খোন্দকার আবু জালাল, মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তালেবুর রহমান ও রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনার আলোকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃণমূল পর্যায়ের জনগণের দোরগোড়ায় নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সকল কার্যক্রমের বিস্তৃতিসহ সার্বিক সেবামূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করা প্রয়োজন। তিনি আরো বলেন, জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে রক্তের প্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হবে।