॥গোয়ালন্দ প্রতিনিধি॥ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল ১৭ই এপ্রিল গোয়ালন্দ উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়ে দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় যোগ দেয়।
গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।
জেলা আওয়ামী লীগ সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস প্রমুখ। উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকে ঐতিহাসিক মুজিবনগরের ইতিহাস সম্পর্কে বক্তব্য তুলে ধরে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী তুলি আক্তার।