॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিহত দুই সহোদরের পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার নগদ অর্থ ও চাউল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল দুপুরে ওই দুই পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা এবং ৪০০ কেজি জিআর চাউল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বরাদ্দকৃত এসব অনুদান তুলে দেয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল-মামুন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল ও ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ।
গত ৩১শে মার্চ গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি গ্রামে পদ্মা নদীর পাড়ে ধান মাড়াই শেষে নদীতে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ শিকারে নামে দুই সহোদর। এ সময় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়লে নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবিতে দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাওয়ালজানি গ্রামের হাতেম আলী সরদারের দুই ছেলে নিখোঁজ হয়। বড় ছেলে বাবলু সরদার এবং ছোট ছেলে জীবন সরদার। দুর্ঘটনার দুই দিন পর নদীতে স্থানীয় জেলে ও এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে। ওই দুর্ঘটনায় নিহত বাবলুর পক্ষে তার স্ত্রী আছিয়া বেগম এবং জীবনের পক্ষে তার হাতেম আলীর হাতে গতকাল এসব অর্থ ও চাউল তুলে দেওয়া হয়।