॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে গতকাল ১৬ই এপ্রিল দুপুরে মৎস্য অফিস প্রাঙ্গণে প্রদর্শনীভুক্ত মৎস্য চাষীদের মধ্যে উপকরণ এবং জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে শুকনা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এনএটিপি প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত ২৮জন মৎস্য চাষীর মধ্যে ৪বস্তা করে(১৪০ কেজি) ধানের কুড়া ও ৭০ কেজি করে সরিষার খৈল এবং জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের মধ্যে ৫ কেজি করে চাল, ১কেজি করে ডাল, ১লিটার করে সয়াবিন তেল, ১কেজি করে লবণ, ১কেজি করে চিনি, হাফ কেজি করে মুড়ি, ১প্যাকেট করে টোস্ট বিস্কুট, ১কেজি করে চিড়া, ১ডজন করে ম্যাচ ও ১ডজন করে মোমবাতি বিতরণ করা হয়। রাজবাড়ী সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার কার্ডধারী ১হাজার ১২১জন জেলের মধ্যে পর্যায়ক্রমে এসব শুকনা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।