॥তনু সিকদার সবুজ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের তৃতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
গতকাল ১৬ই এপ্রিল সকালে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে অফিসে গিয়ে তিনি তার প্রথম কর্মদিবস শুরু করেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আঃ সাত্তার খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল আলম সুফি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।