॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ১২ কোটি ১ লাখ ৬৫ হাজার ১৩৫ টাকা ব্যয়ে পাংশা উপজেলায় তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণ কাজ খুব শিঘ্রই শুরু করা হবে।
পাংশা সরকারী কলেজ প্রশাসনিক ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে আধুনিক মানসম্পন্ন এ মসজিদটি নির্মাণ করা হবে।
রাজবাড়ীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শুম্ভুরাম পাল গত ১১ই এপ্রিল দুপুরে পাংশায় নির্মিতব্য মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের চূড়ান্ত সাইড পরিদর্শন করেন।
এ সময় পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আতাউল হক খান চৌধুরী, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী গণেশ চন্দ্র সাহা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কবিরুল আলম, ব্যাংক এশিয়া পাংশা শাখার এফএভিপি এন্ড হেড অব ব্র্যান্স মোঃ রাশেদুজ্জামান ও ম্যানেজার অপারেশন মীর শওকত আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের পৃষ্ঠপোষকতায় বিবিএল-এম ডাব্লিউএম(জেভি) নির্মাণ প্রতিষ্ঠান পাংশা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের তিনতলা ভবন নির্মাণ করবে। আগামী জুন মাসের মধ্যে মডেল মসজিদের একতলা নির্মাণ কাজ শেষ করার বিষয়ে তাগাদা দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শুম্ভুরাম পাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের ভিত্তিপ্রস্তর একযোগে উদ্বোধন করবেন বলে জানান তিনি।
এদিকে, খুব শিঘ্রই পাংশার মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণ কাজ শুরু করার বিষয়ে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের কাছে অভিমত ব্যক্ত করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।