॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালীতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ১৬ই এপ্রিল বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের হলরুমে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ নুরুল ইসালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খোন্দকার আবু জালাল, সহকারী শিক্ষা অফিসার সেলিনা খাতুন, মেডিকেল অফিসার আঃ রহমান, সিনিয়র স্টাফ নার্স মল্লিকা বানু, এছাড়াও স্বাস্থ্য পরিদর্শক সুশিল কুমার রাহা, সেনেটারি ইন্সপেক্টর মোঃ তালেবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দরা সরাসরি টেলিভিশনের পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এ স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।