বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে টেনু ফকিরের আঙ্গিনায় বৈশাখী মেলায় চলছে বিচার গান

  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি টেনু ফকিরের মাজার আঙ্গিনায় পয়লা বৈশাখ ঘিরে ১৪৮তম ফকিরী তত্ত্ব সংলাপ বার্ষিকী (ওরশ মোবারক) উপলক্ষে ৫দিন ব্যাপী বৈশাখী মেলা চলছে।
মেলায় চার দিনের বিচারে গানের আসরের অংশ হিসেবে গাজীপুরের রিতা দেওয়ান ও ফকির পলাশ বাউলের মধ্যে প্রতিযোগিতা হয়।
পয়লা বৈশাখ সকালে তরীক্বতী নিশান উত্তোলনের মধ্য দিয়ে ৫দিনের অনুষ্ঠান শুরু হয়। ওই দিন রাত ৯টায় তরীক্বতী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিদিন চার দিন ব্যাপী চলছে বিচার গানের আসর। দ্বিতীয় দিন গত সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিচার গানে গাজীপুর থেকে আগত রিতা দেওয়ান এবং গোয়ালন্দের ফকির পলাশ বাউলের মধ্যে বিচার গান অনুষ্ঠিত হয়। তৃতীয় দিন গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের আলমাস সরকার এবং ঢাকার মানিক দেওয়ান, আজ বুধবার ঢাকার আব্দুল লতিফ সরকার ও রাজবাড়ীর কালুখালীর অসিম দাস বাউল এবং সর্বশেষ পঞ্চম দিন কাল বৃহস্পতিবার মানিকগঞ্জের আরফান আল-চিশতী ও গোয়ালন্দের শামিমা সরকারের মধ্যে বিচার গানের পালা অনুষ্ঠিত হয়। বিচার গান উপভোগ করতে প্রতিদিন শত শত দর্শনার্থী ও শ্রোতা জমায়েত হচ্ছে। গভীররাত পর্যন্ত তারা এসব অনুষ্ঠান উপভোগ করছেন।
পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
মেলাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলের আশপাশে গ্রামীণ বাংলার বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে। রয়েছে নাগর দোলা, চড়কি, বিভিন্ন খাবারের দোকানসহ নানা ধরনের কারুকার্য সম্পন্ন দোকান।
মেলার আয়োজক কমিটির অন্যতম সদস্য ও মূল উদ্যোক্তা পৌরসভার স্থানীয় কাউন্সিলর আব্দুর রশিদ ফকির বলেন, ১৪৮ বছর ধরে কুমড়াকান্দি টেনু ফকিরের আঙ্গিনায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে প্রাচীন এবং বেশি বয়সের এ ধরনের অনুষ্ঠান নেই বলে আমরা জানি। প্রতি বছরের মতো এবারও আমরা বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। এছাড়া পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলার অন্যতম আকর্ষন হলো বিচার গানের আসর। দেশের বরেণ্য বাউল শিল্পীরা এ মেলায় এসে বিচার গানে অংশ নিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!