॥চঞ্চল সরদার॥ এনজিওদের প্রতিনিধিত্বকারী সংগঠন ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (এফএনবি)’র রাজবাড়ী জেলা শাখার এক মতবিনিময় সভা গতকাল ১৬ই এপ্রিল বিকালে সজ্জনকান্দায় (টিএন্ডটি অফিসের সামনে) ব্র্যাকের রিজিওনাল অফিসে অনুষ্ঠিত হয়।
এফএনবি’র জেলা শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান লাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সংগঠক আজাহারুল ইসলাম, ফরিদপুর জেলা শাখার সভাপতি কাজী আশরাফুল হাসান, সাধারণ সম্পাদক আ.ফ.ম ফজলুল হাদী ছাব্বির, রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ, ভিপিকেএ’র নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদ, নিমাই মন্ডল, এনজিও আশা’র মতিয়ার রহমান, ব্যুরো বাংলাদেশ ও এনজিও ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মমিন হোসেন, এফএনবির সদস্য শান্তা ইসলাম, ওয়েডের নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, এনজিওগুলো এসডিজি বাস্তবায়নে সরকারের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। এনজিও সংগঠনগুলোকে শক্তিশালী হতে হবে। সরকার ও উপকারভোগীদের আন্তরিক সম্পর্কের মাধ্যমে কাজ করতে হবে। বড় ও ছোট এনজিওগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।