॥খোন্দকার আরাফাত হোসেন॥ প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ৩নং সড়কের মোঃ আজিজুল হক হুমায়নের বাড়ীতে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে ইউএমএস প্রযুক্তি প্রদর্শনী হয় ও গরু পালন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সকল খামারীকে ইউএমএস প্রযুক্তি প্রদর্শনী ও গরু পালন বিষয়ে স্বল্প সময়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গনেশ চন্দ্র মন্ডল ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান।
কর্মশালায় ইউএমএস প্রযুক্তি বিষয়ে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গনেশ চন্দ্র মন্ডল বলেন যে, খামারীরা শুধু মাত্র খড়, ভূষি, খৈল তাদের গরুকে খাওয়ান যার ফলে গরু ধীরে ধীরে মোটা ও স্বাস্থ্যবান হয়। তারা যদি এই ইউএমএস প্রযুক্তি অর্থ্যাৎ খড় এর সাথে ইউরিয়া ও ছিটাগুড় মিশিয়ে ষাঁড় বা গাভীকে দৈনিক ৩কেজি খাওয়ান তাহলে গরু বেশি করে ভালো দুধ দিবে দ্রুত মোটাতাজা হবে এবং গরু অনেক পুষ্টি পাবে। এরপর খামারীরা তাদের দুর্ভোগ ও গরু পালন বিষয়ে অজ্ঞতার পরামর্শ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছ থেকে নেন।
উক্ত কর্মশালায় ব্যবহারিক ভাবে ইউএমএস খাদ্য তৈরী ও খাওয়ানোর পদ্ধতি দেখানো হয়। এরপর কর্মকর্তারা আজিজুল হক হুমায়নের খামার পরিদর্শনকালে গরু পালন বিষয়ে নানা পরামর্শ প্রদান ও খামারের উন্নয়নের জন্য তাকে অনুদান স্বরূপ পাঁচ হাজার টাকা প্রদান করেন।
প্রায় ৫০জন খামারী কর্মশালায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের অনান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।