॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মালিপাড়ায় গত ১৪ই এপ্রিল চড়ক(কালী) পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। এর বিশেষ আকর্ষণ ছিল মানুষের পিঠে বড়শি গেঁথে বাঁশের চড়কিতে বেঁধে ঘুরানো।
আয়োজকদের সূত্রে জানা গেছে, যাদের পিঠে বড়শি গেঁথে চড়কিতে ঘুরানো হয় তারা এক সপ্তাহ যাবৎ উপবাস করে থাকেন। এবার ৪জন যুবক এতে অংশ নেন। তাদের মধ্যে ৯বছর ধরে চড়কে ঘুরছেন দেবদাস বিশ্বাস, ৮বছর ধরে ঘুরছেন রাজীব কুমার বিশ্বাস, ২বছর ধরে ঘুরছেন সুজয় বিশ্বাস এবং এবার ১ম বারের মতো ঘুরলেন উদয় বিশ্বাস।
মেলায় দর্শনার্থী দিলীপ কুমার নন্দী জানান, শরীরের মধ্যে বড়শি ও শিক গেঁথে চড়কিতে ঘুরানো দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। বাংলা সনের চৈত্র সংক্রান্তিতে এই চড়ক পূজা ও মেলার আয়োজন করা হয়। আমি ছোটবেলা থেকেই এই চড়ক মেলা দেখে আসছি। আশেপাশের জেলাগুলো থেকেও অনেক মানুষ আসেন। এই চড়ক পূজাকে কেন্দ্র করে আয়োজিত মেলাতে যে রকমারী পণ্যের দোকান বসে তাও বড় একটি আকর্ষণ।