॥রফিকুল ইসলাম॥ বাংলা নববর্ষ উপলক্ষে রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর শেখ তিতু’র আয়োজনে গত ১৪ই এপ্রিল বিকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে শারীরিক প্রতিবন্ধীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পৌরসভা ও মিজানপুর ইউনিয়নের ২টি টিম এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে। প্রতিটি টিমে ১১জন করে মোট ২২জন প্রতিবন্ধী খেলোয়াড় অংশগ্রহণ করে। তাদের অধিকাংশেরই পা না থাকায় তারা বসে বসে ও গড়িয়ে গড়িয়ে হাত দিয়ে খেলে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তাদের মধ্যে রাজবাড়ী পৌরসভা প্রতিবন্ধী দল ১০-৫ গোলে মিজানপুর ইউনিয়ন প্রতিবন্ধী দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলার ধারাভাষ্য প্রদান করেন মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সমাজ সেবক আজম মন্ডল।
খেলা শেষে অংশগ্রহণকারী ২টি দলের খেলোয়াড়দের নগদ ১৫হাজার টাকা করে অর্থ পুরষ্কার দেয়া হয়। আয়োজক পৌর কাউন্সিলর আলমগীর শেখ তিতু তাদের হাতে এই অর্থ পুরষ্কার তুলে দেন।
এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনে মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ড. এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আমিন উদ্দিন আহম্মেদ টুকু সার্বিক সহযোগিতা করেন।