॥স্টাফ রিপোর্টার॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের অভিযানে গত ১৪ই এপ্রিল ইয়াবা ও ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত আজগর মন্ডলের ছেলে মাসুদ রানা(৩৬) এবং বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আব্দুল মতিন মিয়া(৩৮)। তাদের মধ্যে মাসুদ রানাকে গত ১৪ই এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে দয়ালনগর গ্রামের নিজ বাড়ী থেকে ৫৫ পিস ইয়াবাসহ এবং আব্দুল মতিন মিয়াকে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে নলিয়া কালী মন্দিরের পাশ থেকে ৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। মাসুদ রানাকে রাজবাড়ী থানায় এবং আব্দুল মতিন মিয়াকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।