॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত রবিবার উৎসবমূখর পরিবেশে নানা আয়োজনে পহেলা বৈশাখ বাংলা ১৪২৬ বর্ষবরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সরিষা বঙ্গবন্ধু কলেজ, বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, হাটবনগ্রাম এ.কে.এম রফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়, মহিলা পরিষদসহ পাংশা পৌরসভা, বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, বাবুপাড়া, মৌরাট, মাছপাড়া, পাট্টা, কলিমহর, সরিষা ও কসবামাজাইল ইউপিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উদযাপনে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো সামাজিক নানা অনুষ্ঠানের আয়োজন করে। বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন স্থানে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, শিশু-কিশোর, নারী-পুরুষ সব শ্রেণি পেশার লোকজন এসব অনুষ্ঠান উপভোগ করেন।