॥রফিকুল ইসলাম॥ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ২দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৩ই এপ্রিল বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে প্রধান অতিথি হিেেসব মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শাহ্ মোঃ সজীব, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় নাগরদোলা, লাঠিখেলাসহ গ্রাম-বাংলার ঐহিত্যবাহী বিভিন্ন অনুষঙ্গ রয়েছে।
উল্লেখ্য, দুই দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে আজ ১৪ই এপ্রিল(পহেলা বৈশাখ) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকানন চত্বরে প্রভাতী সুর ও সংগীতের মাধ্যমে ১৪২৬ বাংলা নববর্ষ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ৭টায় সকলকে মুড়ি-মুুড়কি দিয়ে আপ্যায়ন, সকাল ৯টায় আলোচনা অনুষ্ঠান, সকাল ১০টায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুুষ্ঠান, সকাল সাড়ে ১০টায় লাঠি খেলা এবং বিকাল ৩টায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুুষ্ঠান। এছাড়া দুপুর দেড়টায় হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন করা হবে।