॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী শহরের হাসপাতাল সড়কের সারের গোডাউনের সামনে গতকাল ১৩ই এপ্রিল সকাল সাড়ে ৮টায় ফিটনেস বিহীন ও বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষে সুব্রত সরকার(৩৫) নামে বাক প্রতিবন্ধী রিক্সা চালক নিহত হয়েছে।
এছাড়াও দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া রিক্সারোহী সাবিনা ইয়াসমিন (৪০)কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্ত করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিসহ চালকের আসনে থাকা হেলপার আলাউদ্দিন প্রামানিক (৩৫)কে আটক করলেও ট্রাকের মূল চালক এবং ফিটনেস বিহীন ট্রাকের মালিককে গ্রেফতার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী সারের গোডাউন সংলগ্ন বিসমিল্লাহ্ ডেকোরেটরের মালিক বক্কার জানান, সকাল সাড়ে ৮টার দিকে বালুবাহী বেপরোয়া গতির খালি ট্রাকটি(সিলেট-ট-৭৬৮১) হাসপাতাল সড়ক দিয়ে রেলগেটের দিকে যাওয়ার সময় সারের গোডাউনের সামনের মোড়ে বিপরীত দিক থেকে আসা রিক্সাটির সাথে সংঘর্ষ হয়। এতে রিক্সাটি ছিটকে সারের গোডাউনের ওয়ালের সাথে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রিক্সা চালক সুব্রত সরকার ও মহিলা যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হওয়ায় রিক্সা চালক ও যাত্রী সাবিনাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর রেফার করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে তাদেরকে এ্যাম্বুলেন্সে তোলার সময় রিক্সা চালক সুব্রত সরকারের মৃত্যু হয়। আহত রিক্সা যাত্রী সাবিনা ইয়াসমিন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকাজনক।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জোবায়ের ইবনে জায়েদ জানান, সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। রিক্সা চালকের মাথায় আঘাত পাওয়ার স্থানসহ শরীরের বিভিন্ন জায়গার ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এ সময় তার রক্তক্ষরণ বন্ধ করার জন্য দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি আহত রিক্সা যাত্রীকেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে ট্রাকটিসহ চালকের আসনে থাকা হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়রা এ ঘটনায় আটক ট্রাকের হেলপার, পলাতক চালক এবং ফিটনেস বিহীন ট্রাক সিলেট-ট-৭৬৮১ এর বর্তমান মালিকের বিরুদ্ধে “সড়ক পরিবহন আইন-২০১৮” অনুযায়ী থানায় মামলা রুজুর দাবী জানান।
আটক হেলপার আলাউদ্দিন প্রামানিক জানায়, সে রাজবাড়ী শহরের গোদার বাজার এলাকার ছবদুল প্রামানিকের ছেলে। ট্রাকটির মালিক শহরের ধুঞ্চি এলাকার বালু ব্যবসায়ী রানা। হাসপাতাল সড়ক দিয়ে আসার সময় ট্রাকের চালক চা খাওয়ার কথা বলে তার হাতে গাড়ী ছেড়ে দিয়ে নেমে যায়। এরপর সে সারের গোডাউনের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়।
নিহত বাক-প্রতিবন্ধী রিক্সা চালক সুব্রত সরকার রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার নারায়ণ চন্দ্র সরকারের ছেলে। গতকাল ১৩ই এপ্রিল সন্ধ্যায় রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার মরদেহ দাহ করা হয়।
অপরদিকে চিকিৎসাধীন রিক্সা যাত্রী সাবিনা ইয়াসমিন সজ্জনকান্দা এলাকার(হাসপাতালের পিছনের) মোঃ কোরবান আলীর স্ত্রী এবং রাজবাড়ী বিসিকে অবস্থিত ব্র্যাকের আড়ংয়ের একজন কর্মী।
স্থানীয়রা জানান, দিনে-রাতে ২৪ঘন্টাই হাসপাতাল সড়ক দিয়ে বেপরোয়াভাবে বালু ও মাটিবাহী অসংখ্য ট্রাক চলাচল করে। যার অধিকাংশেরই ফিটনেস ও কাগজপত্রের ঠিক নেই। হেলপাররা এসব ট্রাক চালায়। নিয়মিত পরিবেশ দূষণ ও প্রায়ই দুর্ঘটনা ঘটালেও কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্বিকার। তারা অনতিবিলম্বে এসব ট্রাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।