॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আশীষ কুমার বর্দ্ধনকে সভাপতি ও পরিমল কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ১৩ই এপ্রিল দুপুর ১২টায় মাছপাড়া ইউনিয়ন কেন্দ্রীয় মন্দিরে স্থানীয় সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজনের সমন্বয়ে এক সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে নতুন এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন সুভাষ কুমার ঘোষ, মন্টু দাস, উত্তম কুমার বিশ্বাস ও অশোক বিশ্বাস।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, মাছপাড়া কলেজের উপাধ্যক্ষ কিশোর কুমার দাস ও সহকারী অধ্যাপক শ্যামল কুমার প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও মাছপাড়া কলেজের প্রভাষক দ্বীজেন্দ্রনাথ দাস।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিতাই দত্ত ও পরিতোষ কর, মাছপাড়া কেন্দ্রীয় মন্দির কেন্দ্রীক ভক্ত ও স্থানীয় সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সুব্রত কুমার দাস সাগর বলেন, পূজা উদযাপন পরিষদ সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি শক্তিশালী প্লাটফরম। পরস্পর সকলে মিলেমিলে হিন্দু ধর্মের সকল অনুষ্ঠান পালনের পাশাপাশি সামাজিক সেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।