॥চঞ্চল সরদার॥ ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার সর্বোচ্চ শাস্তির দাবীতে রাজবাড়ীতে মৌন মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ই এপ্রিল সকালে প্রগতিশীল বন্ধু মহলে ব্যানারে এই মৌন মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। প্রথমে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করা হয়। এরপর সেখান থেকে মৌন মিছিল হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
মুখে কালো কাপড় বেধে প্রগতিশীল বন্ধু মহলের ব্যানারে এ সময় প্রগতিশীল বন্ধু মহলের সমন্বয়কারী ও জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার রায়, ‘রক্ত দানের বৃহত্তম ফরিদপুর’ এর সমন্বয়ক স্মৃতি ইসলাম, প্রগতিশীল বন্ধু মহলের অন্যতম উদ্যোক্তা আজম খান, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সাকিব রাফি ও বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও পরবর্তীতে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে-যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।