॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা কৃষক লীগের আয়োজনে গতকাল ১২ই এপ্রিল বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারী বাসভবনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বককর খান। বালিয়াকান্দি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের অর্থ সম্পাদক হাজী মোঃ শাহজাহান, জেলা কৃষক লীগের সদস্য ও বরাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঃ কাদের মুন্সি, বালিয়াকান্দি উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক নূর হোসেন, আবুল খায়ের, বহরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বাদশা মন্ডল, একত আলী ফকির প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বালিয়াকান্দি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মোঃ আবু বককর খান বলেন, আগামী ১৯শে এপ্রিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। মূল দল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। এই আয়োজন সফল করতে বালিয়াকান্দি উপজেলার কৃষক লীগের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। স্বতস্ফূর্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে আয়োজনকে সাফল্য মন্ডিত করতে হবে।