॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে গতকাল ১১ই এপ্রিল সকালে ‘সবার জন্য নিরাপদ পানি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় আম্রকানন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইনের সভাপতিত্বে আলোচনা সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি সদর থানার পরিদর্শন (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, পানির অপর নাম জীবন। নিরাপদ পানি সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিরাপদ পানির কোন বিকল্প নাই। তাই সবাইকে সচেতন হয়ে নিরাপদ পানি পান করতে হবে। প্রয়োজনে পানি ফুটিয়ে পান করতে হবে। পানি দূষণ রোধে সকলকে সচেষ্ট থাকতে হবে।