॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী(১২) ধর্ষণের শিকার হয়েছে।
ধর্ষিতার পরিবার জানায়, গত ২রা এপ্রিল বিকালে ওই স্কুল ছাত্রী বাড়ীর পাশের মাঠে ঘাস কাটতে গেলে একই এলাকার মৃত আফজাল মিয়ার ছেলে ইউনুস ওরফে ইল্লোছ মিয়া(৫২) তাকে একা পেয়ে ঘাস দেয়ার কথা বলে পাশের পানের বরজে নিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাঁচি দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের কথা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে পালিয়ে যায়। ওই ছাত্রী ভয়ে ও লজ্জায় ঘটনার বিষয়ে প্রথমে কাউকে জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে সে তাকে ধর্ষণের ঘটনাটি পরিবারের নিকট খুলে বলে।
এ বিষয়ে ধর্ষিতার ছাত্রীর পিতা বাদী হয়ে গত ১০ই এপ্রিল বালিয়াকান্দি থানায় লম্পট ইউনুসের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে। ধর্ষক ইউনুস ওরফে ইল্লোছ মিয়া পলাতক রয়েছে।