॥স্টাফ রিপোর্টার॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পৃথক ২টি অভিযানে গতকাল ১১ই এপ্রিল বালিয়াকান্দি উপজেলা থেকে গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউনাইর গ্রামের মৃত আকবর হোসেন জোয়াদ্দারের ছেলে আবু কালাম জোয়াদ্দার(৪৬) এবং নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান মন্ডল(৫৬)।
তাদের মধ্যে আবুল কালাম জোয়াদ্দারকে সকাল সাড়ে ৮টার দিকে ৪০০ গ্রাম গাঁজাসহ তার নিজ বসতবাড়ী থেকে এবং আব্দুল মান্নান মন্ডলকে বেলা ১১টার দিকে ৬০০ গ্রাম গাঁজাসহ তার নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।