॥স্টাফ রিপোর্টার॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পৃথক অভিযানে গত ১০ই এপ্রিল সকালে গোয়ালন্দ থেকে ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার পান্নু দেওয়ানের ছেলে সাদ্দাম দেওয়ান(৩০) এবং উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা হারেজ মিয়া পাড়ার মৃত আব্দুল সরদারের ছেলে জুলহাস সরদার(৩৫)। উভয়কেই নিজ নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সাদ্দাম হোসেনের কাছ থেকে ৬০ পিস এবং জুলহাস সরদারের কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।