॥রফিকুল ইসলাম॥ ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল ১০ই এপ্রিল বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমন্বয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, রেভিনিউ ডেপুটি কালেক্টর(আরডিসি) শাহ্ মোঃ সজীব ও ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনার শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বালিয়াকান্দির চরফরিদপুর জামে মসজিদের ইমাম মোঃ ইয়াকুব আলী।
জেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় রাজবাড়ী সদর উপজেলা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আবু সাঈদকে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।