॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১০ই এপ্রিল দুপুরে খরিপ-১/২০১৯-২০ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করিম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বদরুল আলম, পাংশা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন শেখ, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রত্যেক চাষীকে ৫ কেজি করে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ, ১৫ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।