মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাবনা স্টেডিয়ামে রাজবাড়ীসহ কয়েকটি জেলার চরমপন্থীদের আত্মসমর্পন আজ

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ পাবনা ও রাজবাড়ী জেলাসহ কয়েকটি জেলার ৬শতাধিক চরমপন্থী অন্ধকার পথ ছেড়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আলোকিত জীবন-যাপনে ফিরে আসা উপলক্ষে আজ ৯ই এপ্রিল বেলা ৩টায় পাবনা জেলা পুলিশের উদ্যোগে পাবনা শহীদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্র্পন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,এমপি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুুর রহমান শরীফ ডিলু, পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডঃ শামসুল হক টুকু, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মকবুল হোসেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াছমিন জলি, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশিদ আলম, বিপিএম-বার, পিপিএম এবং পাবনার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্¦ করবেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবাসহ চরমপন্থী আত্মসমর্পন করা বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ উর্র্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম সাংস্কৃতিক অনুুষ্ঠান পরিবেশন করবেন।

এছাড়াও, রাজবাড়ী জেলা পুলিশের একটি সূত্র জানায়, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-পিপিএম(সেবা) এর তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে রাজবাড়ী জেলার ৩৩জন এবং ফরিদপুরের ২২জন সশস্ত্র চরমপন্থী আত্মসমর্পন করবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!