॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ীতে দুর্নীতি দমন কমিশন(দুদক) কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
দুদকের সহযোগিতায় গঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল ৮ই এপ্রিল দুপুরে শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ এবং বিদ্যালয়ে সততা সংঘের কার্যক্রম বাস্তবায়নের জন্য রচনা-বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ কুদরত আলী, বিশেষ অতিথি হিসেবে কমিটির সাধারণ সম্পাদক ডাঃ তোসলীম আহম্মেদ, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ডাঃ আব্দুুর রহিম মোল্লা, অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, চায়না রানী সাহা, তপন কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ দুুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীসহ সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। স্থানীয় সুধীজন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।