॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য বাবলু মোল্লা গতকাল ৮ই এপ্রিল শপথগ্রহণ করেছেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, কসবামাজাইল ইউপির সচিব জহুরুল ইসলাম, কসবামাজাইল ইউপির অন্যান্য ইউপি সদস্যবৃন্দ, পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, নবনির্বাচিত ইউপি মেম্বার বাবলু মোল্লার পিতা লিয়াকত আলী মোল্লা ৪নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। চলতি বছরের ২০শে জানুয়ারী তার মৃত্যু হলে শূন্য পদে ২৮শে ফেব্রুয়ারী উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ইউপি মেম্বার বাবলু মোল্লার বাড়ী কসবামাজাইল ইউপির কুঠিমালিয়াট গ্রামে।