॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটিসহ সভাসহ বাংলা নববর্র্ষ ও মুজিবনগর দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই এপ্রিল সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের হল রুমে এসব সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সভাগুলোতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন আলী, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী সরদার, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল হক, ফায়ার সার্ভিসের কর্মকর্তা শংকর বিশ্বাস এবং বালিয়াকান্দি থানার এস.আই দিপন মন্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।