॥স্টাফ রিপোর্টার॥ “সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৭ই এপ্রিল রাজবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপলক্ষে গতকাল রবিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ^াস, পরিবার ও পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম এবং রাজবাড়ী জেলা বিএমএ’র সভাপতি ডাঃ গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম আব্দুল হান্নান, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু ও ব্র্যাক প্রতিনিধি গীতা রানী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় প্রেজেন্টেশন উপস্থাপনা করেন এমওসিএস ডাঃ শফিকুল আজম শুভ।