॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গতকাল ৭ই এপ্রিল রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিশ^ স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়ক ছুইঁয়ে ফের স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদের সভাপতিত্বে বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতি ও সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, উপজেলা কৃষি কর্মকর্তা শিকদায় মোঃ মোহায়মেন আক্তার ও মুক্তি মহিলা সমিতির প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান মুঞ্জু প্রমূখ।