রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ৬ই এপ্রিল সকালে সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এইচএসসি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় পরীক্ষা উপলক্ষে গঠিত ভিজিলেন্স টিমের সদস্য রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর তার সঙ্গে ছিলেন। উল্লেখ্য, গতকাল শনিবার পরীক্ষায় এইচএসসির ১৩৩ জন, এইচএসসি ভোকেশনালের ১জন, এইচএসসি বি.এম’র ১১জন ও আলিমের ১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় অসদুুপায় অবলম্বনের দায়ে পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রে এইচএসসির ১জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয় -মাতৃকণ্ঠ।