॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৬ই এপ্রিল দুপুরে ইভটিজিং ঘটনার সাথে জড়িত তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির নটাভাঙ্গা গ্রামের সদর আলী মন্ডলের ছেলে আলহাজ মন্ডল(১৭), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে আল আমীন(১৭) ও আমজাদ শেখের ছেলে তোফান শেখ (১৭)। গতকাল শনিবার সকালে কসবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং-এর ঘটনায় কসবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই মোঃ সেকেন্দার আলীর নেতৃত্বে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
ওই ইভটিজিং-এর ঘটনায় পাংশা মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ ইভটিজিং মামলায় ৩জনকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করেন।
পাংশার কসবামাজাইলে হাইস্কুলে ইভটিজিং ঘটনায় ৩জন গ্রেফতার
