॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৬ই এপ্রিল দুপুরে ইভটিজিং ঘটনার সাথে জড়িত তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির নটাভাঙ্গা গ্রামের সদর আলী মন্ডলের ছেলে আলহাজ মন্ডল(১৭), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে আল আমীন(১৭) ও আমজাদ শেখের ছেলে তোফান শেখ (১৭)। গতকাল শনিবার সকালে কসবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং-এর ঘটনায় কসবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই মোঃ সেকেন্দার আলীর নেতৃত্বে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
ওই ইভটিজিং-এর ঘটনায় পাংশা মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ ইভটিজিং মামলায় ৩জনকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করেন।