॥মোখলেছুর রহমান॥ কালুখালী উপজেলার মৃগী ইউপির শিকজান নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৫শে ফেব্রুয়ারী সন্ধ্যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু, কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির, মৃগী ইউপির চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা, সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন সরদার, সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিয়ার রহমান নবাব এবং জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন।
আরো বক্তব্য রাখেন শিকজান নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মান্নান। এ সময় আওয়ামী লীগ নেতা রফিকুল আলম বাদশা, ড. আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল ইসলাম সুমন, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আশিক মাহমুদ মিতুল হাকিম বলেন, আমার পিতা রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠানকে আমি হাজার বার শ্রদ্ধা জানাই। তার বিভিন্ন উন্নয়নের মধ্যে সবচেয়ে বড় উন্নয়ন হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষার প্রতি তার যথেষ্ট দুর্বলতা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গড়া এবং তার উন্নয়নই আমার পিতার স্বপ্ন। তাই তার হাতে গড়া প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমার ব্যক্তিগত অর্থায়নে আমি একটি ভবন নির্মাণ করে দেব।
এ সময় তিনি বিদ্যালয়ের শ্রেণী কক্ষের সংকটের সাময়িক সমাধানে নগদ ১লক্ষ টাকা অনুদান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুনের হাতে প্রদান করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।