॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল শনিবার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে পৃথকভাবে এ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়। সকালে গোয়ালন্দ শহরের উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু। পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ও উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী প্রমূখ।
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন শেষে মাধ্যমিক পর্যায়ে গোয়ালন্দ প্রপার উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, প্রপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। গোয়ালন্দ উপজেলায় প্রায় ২৪হাজার শিশুকে কৃমির ঔষুধ খাওয়ানো হবে।