সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের জলাবদ্ধতা সংকট নিরসনে সরেজমিন পরিদর্শনে এমপি-ডিসি

  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের জলাবদ্ধতার স্থানসমূহ পরিদর্শন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।
গতকাল ৫ই এপ্রিল সকাল সাড়ে ৯টায় তারা রাজবাড়ী শহরের ৫নং ওয়ার্ডের কাজীকান্দা, সজ্জনকান্দাসহ ৪ ও ৫নং ওয়ার্ডের জলাবদ্ধতার বিভিন্ন স্থান পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ, সদর উপজেলা প্রকৌশলী স্বপন কুমার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহরাব, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর শেখ তিতু, দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন ও পৌরসভার প্রকৌশলী, সার্ভেয়ারগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তারা জলাবদ্ধতার স্থানসমূহের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পানির প্রবাহ ও নিষ্কাশনের জন্য সরকারী খাস জমির ড্রেন অবৈধ দখল থেকে উদ্ধার এবং নতুন ড্রেন নির্মাণের জায়গাগুলো খতিয়ে দেখেন। এ সময় যেসব জমির উপর দিয়ে পানি নিষ্কাশন ড্রেন নির্মিত হবে সেসব জমির মালিকগণও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে গত ২রা এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার সকালে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাগণ সরেজমিন পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!