॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট এ্যান্ড কলেজের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল ৫ই এপ্রিল বিকেলে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ফলক উন্মোচনের মাধ্যমে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।
এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহরাব, জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন শেখ, চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী, চন্দনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আকরাম হোসেন, জমিদাতা নিখিল চন্দ্র দাস, শ্যামল কুমার দাস, কোমল কুমার দাস, কলেজটির অধ্যক্ষ মাফরোজা খাতুন ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশিফ মাহমুদ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই। তাই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার দিকে ঝুঁকতে হবে। শুধু সার্টিফিকেটের জন্য লেখাপড়া নয়, কারিগরি শিক্ষার মাধ্যমে হাতে-কলমে কাজ শিখে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত থেকে দেশ-বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশ গড়ার কাজে অবদান রাখতে হবে।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বআবধানে ২ কোটি ৮৮লক্ষ ২৯হাজার ৩৮১ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রাজা এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করছে।