॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় ‘বিজয় নগর’ নামে নতুন উপজেলা ঘোষণার দাবীতে গতকাল ২৫শে ফেব্রুয়ারী সকালে র্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
র্যালী শেষে গোয়ালন্দ মোড়ের বিজয়-৭১ চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ‘বিজয় নগর’ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ব্যানারে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর, মূলঘর, বসন্তপুর, সুলতানপুর, খানখানাপুর ও পাঁচুরিয়া ইউনিয়নের সমন্বয়ে গোয়ালন্দ মোড় কেন্দ্রিক নতুন এই প্রশাসনিক উপজেলা বাস্তবায়নের দাবী উত্থাপিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক খান মোহাম্মদ নাজমুল হক, গোয়ালন্দ মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা জয়নাল আবেদীন, উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য ও গোয়ালন্দ মোড়ের কম্পিউটার ব্যবসায়ী মিজানুর রহমান আসাদ, ব্যাংকার ফয়জুল ইসলাম রাজন, ইউপি সদস্য হাবিবুর রহমান বাবু, সাবেক ইউপি সদস্য মাহফুজুল হক টিপু ও আব্দুল হালিম মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার দাস ও সাধারণ সম্পাদক মোঃ শহীদ খান, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরু, সমাজ সেবক সুজন শেখ, উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সাদ্দাম হোসাইন, হানিফ সরদার, সেলিম মিজি, মনির হোসেন ও ইব্রাহিম বিন সুমন প্রমুখ।
মানববন্ধনে দল-মত নির্বিশিষে স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। বক্তাগণ সড়ক যোগাযোগ, ব্যাংক, শিল্প প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সার্বিক বিবেচনায় উল্লেখিত ইউনিয়নগুলোর জনগণের সুবিধার্থে গোয়ালন্দ মোড় কেন্দ্রিক নতুন উপজেলা বাস্তবায়নের দাবী জানান।