॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৪ঠা এপ্রিল সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সজল দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল হক, জাইকার প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার ফাহমিদুল হক মিয়াদ, বিধান কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।