॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল ২রা এপ্রিল ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শহরে ব্যানার সহকারে র্যালী বের করা হয়। মাছপাড়ার সমতা প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
র্যালী শেষে পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্বিতীয় বারেরমত নির্বাচিত পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম খান, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার এস.এম ফরিদ আহম্মেদ ও মোঃ আব্দুস সালাম, মাছপাড়ার সমতা প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অফিসের অন্যান্য ফিল্ড সুপারভাইজার ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম জানান, পাংশা উপজেলায় সুবিধাভোগী প্রতিবন্ধীর সংখ্যা ২হাজার ৪৯৩ জন। ৪৬জন অটিজম শিশু রয়েছে। প্রতিবন্ধী শিক্ষা উপ-বৃত্তি, প্রতিবন্ধীভাতা, বিনামূল্যে সুবর্ণ নাগরিক হিসেবে পরিচয়পত্র প্রদান, প্রতিবন্ধীদের আলাদাভাবে পাঠদানের জন্য বেসরকারী পর্যায়ে প্রতিবন্ধী বিদ্যালয়সহ নানা কর্মসূচি চলমান রয়েছে। অটিস্টিকসহ সকল প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক দক্ষতাবৃদ্ধিসহ সকল কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।