Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ১২২জন

॥স্টাফ রিপোর্টার॥ সারা দেশের সাথে একযোগে গতকাল ১লা এপ্রিল থেকে রাজবাড়ী জেলায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিনে এইচএসসির বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় ৯০জন, এইচএসসি ভোকেশনালের বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ১জন, এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনার বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ১৪জন ও আলিমের কুরআন মজিদ বিষয়ের পরীক্ষায় ১৭জনসহ মোট ১২২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ দিন কোন পরীক্ষার্থী বা পরীক্ষা সংশ্লিষ্ট কেউ বহিষ্কৃত হয়নি।
সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর জেলা প্রশাসক মোঃ শওকত আলী ভিজিলেন্স টিমের সদস্যদের সাথে রাজবাড়ী সরকারী কলেজ, সরকারী আদর্শ মহিলা কলেজ, ডাঃ আবুল হোসেন ডিগ্রী কলেজ ও শ্রীপুর লজ্জাতুননেছা কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
জেলার সকল উপজেলাতেও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসারগণ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য, এ বছর রাজবাড়ী জেলায় ১২টি কেন্দ্রে এইচএসসি, ১টি কেন্দ্রে এইচএসসি(ভোকেশনাল), ৫টি কেন্দ্রে এইচএসসি(ব্যবসায় ব্যবস্থাপনা) এবং ৩টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থী ১১হাজার ১১৩জন। তার মধ্যে ৯হাজার ৩৯১জন এইচএসসি, ১৬০ জন এইচএসসি (ভোকেশনাল), ৯০৫ জন এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) এবং ৬৫৭ জন আলিম পরীক্ষার্থী।