রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ১২২জন

  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ সারা দেশের সাথে একযোগে গতকাল ১লা এপ্রিল থেকে রাজবাড়ী জেলায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিনে এইচএসসির বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় ৯০জন, এইচএসসি ভোকেশনালের বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ১জন, এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনার বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ১৪জন ও আলিমের কুরআন মজিদ বিষয়ের পরীক্ষায় ১৭জনসহ মোট ১২২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ দিন কোন পরীক্ষার্থী বা পরীক্ষা সংশ্লিষ্ট কেউ বহিষ্কৃত হয়নি।
সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর জেলা প্রশাসক মোঃ শওকত আলী ভিজিলেন্স টিমের সদস্যদের সাথে রাজবাড়ী সরকারী কলেজ, সরকারী আদর্শ মহিলা কলেজ, ডাঃ আবুল হোসেন ডিগ্রী কলেজ ও শ্রীপুর লজ্জাতুননেছা কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
জেলার সকল উপজেলাতেও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসারগণ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য, এ বছর রাজবাড়ী জেলায় ১২টি কেন্দ্রে এইচএসসি, ১টি কেন্দ্রে এইচএসসি(ভোকেশনাল), ৫টি কেন্দ্রে এইচএসসি(ব্যবসায় ব্যবস্থাপনা) এবং ৩টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থী ১১হাজার ১১৩জন। তার মধ্যে ৯হাজার ৩৯১জন এইচএসসি, ১৬০ জন এইচএসসি (ভোকেশনাল), ৯০৫ জন এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) এবং ৬৫৭ জন আলিম পরীক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!