রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সূর্যনগরে জেএস সুপার শপ ভ্যারাইটিজ স্টোর উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলগেট এলাকার নাওডুবি রোডে আওয়ামী লীগ নেতা আমিন উদ্দিন আহম্মেদ টুকু’র মালিকানাধীন জে.এস সুপার শপ-ভ্যারাইটিজ স্টোর রংধনু শাড়ী ঘর এন্ড কসমেটিক্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১লা এপ্রিল দুপুরে(বাদ যোহর) মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আমিন উদ্দিন আহম্মেদ টুকু’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের বিদায়ী ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ সৈয়দ আহম্মদ খান, মরডাঙ্গা মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ আজিম উদ্দিন খান, মিজানপুর ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক ও সূর্যনগর রেলস্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মাহবুব ইলাহী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভূইয়া, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর শেখ তিতু, চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম বিশ্বাস, সদস্য আজম মন্ডল, সূর্যনগর রেলগেট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বকুলউজ্জামান, মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দুলাল ফকির, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান জয়, রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম শেখ, মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মন্ডল, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর, দলিল লেখক আজিজুল হক মৃধা, আলাউদ্দিন, সূর্যনগর রেলগেট বাজারের ব্যবসায়ী সিদ্দিক মিজি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সূর্যনগর রেলগেট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আঃ সালাম এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সৈয়দ আহম্মদ খান।
জে.এস সুপার শপ-ভ্যারাইটিজ স্টোর রংধনু শাড়ী ঘর এন্ড কসমেটিক্সের মালিক আমিন উদ্দিন আহম্মেদ টুকু জানান, এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট, ঘড়ি, চশমা, তৈরী পোশাক, শাড়ী, থ্রি-পিস, সিটি গোল্ডের গহনা, কসমেটিক্স, ক্রোকারিজ, জুতা-স্যান্ডেল, ব্যাগ, মশারীসহ বিভিন্ন ধরণের পণ্য সুলভ মূল্যে বিক্রি করা হবে। এলাকার মানুষ সহজে ভালো মানের পণ্য ক্রয় করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!