॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে গতকাল ১লা এপ্রিল দুপুরে শহরের ৩টি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৯ ধারায় রাজবাড়ী বাজারস্থ হোটেল সমবায় এবং পৌরসভা সংলগ্ন হোটেল পার্ক ও হোটেল ৭১-কে মোট ৬হাজার টাকা জরিমানা করা হয়। সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিকসহ পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।