॥স্টাফ রিপোর্টার॥ কারাবন্দীদের মাঝে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল ৩১শে মার্চ সকালে রাজবাড়ী জেলা কারাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেল সুপার মোঃ আনোয়ারুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তোজাম্মেল হক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ মৃধা।
অতিথিদের বক্তব্যের শেষে কারাবন্দীদের মাদক থেকে বিরত থাকার শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী।
আলোচনা সভার শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য কারা পরিদর্শকগণ কারাগারের মহিলা ওয়ার্ড ও রান্না ঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেল সুপারের অফিস কক্ষে কারাগার পরিদর্শন বোর্ডের এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
এরআগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী কারাগারে পৌঁছালে কারারক্ষীদের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনারের পর জেলা প্রশাসক পরিদর্শন প্যারেড পর্যবেক্ষণ করেন। এরপর জেলা প্রশাসক কারাভ্যন্তরে প্রবেশ করলে প্রধান কারারক্ষী তাকে কারাবন্দীদের তথ্যাদি অবহিত করেন।