॥স্টাফ রিপোর্টার॥ আদালতে রায় হওয়ার ২০বছর পর ধরা পড়লো সাজাপ্রাপ্ত অটো রিক্সা চালক আব্দুল মোমিন(৪৫)।
গতকাল ৩০শে মার্চ দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজবাড়ী থানার এস.আই হিরণ কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ শহরের ভবাণীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোমিন ড্রাইভার ভবাণীপুরের মোঃ নিজামের ছেলে।
এসআই হিরণ কুমার বিশ্বাস জানান, মোটরযান আইনের ১৫২ ধারার ননজিআর-৫৩৭/৯৬ নং মামলায় ২০/১১/১৯৯৮ইং তারিখে রাজবাড়ীর তৎকালীন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞা ড্রাইভার মোমিনকে ২হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১মাসের কারাদন্ডের আদেশ দেন। রায়ের পর থেকেই মোমিন পলাতক ছিল। ওই সময়ে সে টেম্পু ড্রাইভার ছিল বলে জানাগেছে।
রায়ের পর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকায় এতদিন পুলিশ তাকে গ্রেফতারে করতে পারেনি। অবশেষে গোপন সুত্রে খবর পেয়ে সাজাপ্রাপ্ত ড্রাইভার আব্দুল মোমিনকে গতকাল ৩০শে মার্চ দিবাগত রাত পৌনে ১২টার দিকে তার বাড়ী থেকে গ্রেফতার করে।