॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের লাহিড়ী রঘুনাথপুর গ্রামে ওহাব শেখ(৫৫) নামের এক কৃষককে গুলি করে হত্যার ঘটনায় পাংশা থানায় মামলা দায়ের হয়েছে।
নিহতের স্ত্রী মোছাঃ হাসিনা বেগম(৪৮) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পাংশা থানার মামলা নং-১০, তাং-২৯/০৩/২০১৯ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ দঃ বিঃ।
মামলায় কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের মনসুর আলী মিয়ার ছেলে হানিফ আলী মিয়া(২৯), মৃত আজগর আলী শেখের ছেলে মুক্তার শেখ(৩৭), লাহিনী রঘুনাথপুর গ্রামের মজিবর রহমানের ছেলে জমির হোসেন ওরফে জিকু(৩২) এবং বসাকুষ্টিয়া গ্রামের হাসেম খাঁর ছেলে রুবেল খাঁ (২২)সহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করা হয়েছে।
এদিকে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা মিলি, বিপিএম-পিপিএম-সেবা’র নির্দেশে রাজবাড়ীর ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ডিবি’র একটি দল পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের ২৪ঘন্টার মধ্যে মামলার এজাহারনামীয় ৪জন আসামী হানিফ, মুক্তার, জিকু ও রুবেলকে গ্রেফতার করেছে।
নিহতের স্ত্রী মোছাঃ হাসিনা বেগমের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৮শে রাত ৯টার দিকে ওহাব শেখসহ পরিবারের অন্যান্য রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে ওহাব শেখের মামাতো ভাই একই গ্রামের(লাহিড়ী রঘুুনাথপুর) মৃত আফসার আলী খাঁর ছেলে দুলাল খাঁ(৫০) পাশর্^বর্তী গোপালপুর বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ী ফিরছিল। ওহাব শেখের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর পৌঁছানোর পর পূর্ব শত্রƒতার জেরে ওঁৎ পেতে থাকা হানিফ, মুক্তার, জিকু ও রুবেলসহ অন্যান্যরা চোখের উপর টর্চলাইটের আলো ফেলে দুলালের মোটর সাইকেলের গতিরোধ করে তাকে গুলি করতে উদ্যত হয়। দুলাল শেখ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে তারা দুলালকে এলোপাতাড়ীভাবে মারপিট করে জখম করে। দুলালের চিৎকার শুনতে পেয়ে ওহাব শেখ ও তার ছেলে সজীব(১৮) ঘর থেকে বের হয়ে বাড়ীতে ঢোকার রাস্তায় পৌঁছামাত্র দুলাল রক্তাক্ত অবস্থায় দৌড়ে ওহাব শেখের ঘরের মধ্যে প্রবেশ করে। ওহাব শেখ ও তার ছেলে সজীব আক্রমনকারীদের তোরা কারা বলে জিজ্ঞাসা করা মাত্রই উল্লেখিতরা সজীবকে এলোপাতাড়ীভাবে মারপিট করতে থাকে এবং ওহাব শেখকে লাথি দিয়ে ফেলে দিয়ে তার বুকের বাম পাশে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে। ওহাব শেখ, সজীব ও দুলালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আক্রমনকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওহাব শেখকে মৃত ঘোষণা করেন এবং দুলাল খাঁ ও সজীবকে সেখানে ভর্তি করা হয়। খোকসা থানার পুলিশ নিহত ওহাব শেখের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে পরিবারের লোকজন ওহাব শেখের লাশ বুঝে নিয়ে দাফন করে।
এ সমামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ীর ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান, গত ২৯শে মার্চ রাতে পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪জন আসামী হানিফ, মুক্তার, জিকু ও রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পুলিশ রিমান্ডে আনার আবেদন জানিয়ে গতকাল ৩০শে মার্চ আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেন প্রদান করেন।