রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কলিমহরে কৃষককে গুলি করে হত্যার ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তারকৃত ৪আসামী শ্রীঘরে॥রাজবাড়ী ডিবি’র সাফল্য ঃ হত্যাকান্ডের ২৪ঘন্টার মধ্যে এজাহার নামীয় আসামীরা আটক

  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের লাহিড়ী রঘুনাথপুর গ্রামে ওহাব শেখ(৫৫) নামের এক কৃষককে গুলি করে হত্যার ঘটনায় পাংশা থানায় মামলা দায়ের হয়েছে।
নিহতের স্ত্রী মোছাঃ হাসিনা বেগম(৪৮) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পাংশা থানার মামলা নং-১০, তাং-২৯/০৩/২০১৯ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ দঃ বিঃ।
মামলায় কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের মনসুর আলী মিয়ার ছেলে হানিফ আলী মিয়া(২৯), মৃত আজগর আলী শেখের ছেলে মুক্তার শেখ(৩৭), লাহিনী রঘুনাথপুর গ্রামের মজিবর রহমানের ছেলে জমির হোসেন ওরফে জিকু(৩২) এবং বসাকুষ্টিয়া গ্রামের হাসেম খাঁর ছেলে রুবেল খাঁ (২২)সহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করা হয়েছে।
এদিকে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা মিলি, বিপিএম-পিপিএম-সেবা’র নির্দেশে রাজবাড়ীর ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ডিবি’র একটি দল পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের ২৪ঘন্টার মধ্যে মামলার এজাহারনামীয় ৪জন আসামী হানিফ, মুক্তার, জিকু ও রুবেলকে গ্রেফতার করেছে।
নিহতের স্ত্রী মোছাঃ হাসিনা বেগমের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৮শে রাত ৯টার দিকে ওহাব শেখসহ পরিবারের অন্যান্য রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে ওহাব শেখের মামাতো ভাই একই গ্রামের(লাহিড়ী রঘুুনাথপুর) মৃত আফসার আলী খাঁর ছেলে দুলাল খাঁ(৫০) পাশর্^বর্তী গোপালপুর বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ী ফিরছিল। ওহাব শেখের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর পৌঁছানোর পর পূর্ব শত্রƒতার জেরে ওঁৎ পেতে থাকা হানিফ, মুক্তার, জিকু ও রুবেলসহ অন্যান্যরা চোখের উপর টর্চলাইটের আলো ফেলে দুলালের মোটর সাইকেলের গতিরোধ করে তাকে গুলি করতে উদ্যত হয়। দুলাল শেখ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে তারা দুলালকে এলোপাতাড়ীভাবে মারপিট করে জখম করে। দুলালের চিৎকার শুনতে পেয়ে ওহাব শেখ ও তার ছেলে সজীব(১৮) ঘর থেকে বের হয়ে বাড়ীতে ঢোকার রাস্তায় পৌঁছামাত্র দুলাল রক্তাক্ত অবস্থায় দৌড়ে ওহাব শেখের ঘরের মধ্যে প্রবেশ করে। ওহাব শেখ ও তার ছেলে সজীব আক্রমনকারীদের তোরা কারা বলে জিজ্ঞাসা করা মাত্রই উল্লেখিতরা সজীবকে এলোপাতাড়ীভাবে মারপিট করতে থাকে এবং ওহাব শেখকে লাথি দিয়ে ফেলে দিয়ে তার বুকের বাম পাশে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে। ওহাব শেখ, সজীব ও দুলালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আক্রমনকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওহাব শেখকে মৃত ঘোষণা করেন এবং দুলাল খাঁ ও সজীবকে সেখানে ভর্তি করা হয়। খোকসা থানার পুলিশ নিহত ওহাব শেখের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে পরিবারের লোকজন ওহাব শেখের লাশ বুঝে নিয়ে দাফন করে।
এ সমামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ীর ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান, গত ২৯শে মার্চ রাতে পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪জন আসামী হানিফ, মুক্তার, জিকু ও রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পুলিশ রিমান্ডে আনার আবেদন জানিয়ে গতকাল ৩০শে মার্চ আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেন প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!